ভেঙ্গে পড়েছে গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসা সেবা
- আপডেট সময় : ০৫:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ভেঙ্গে পড়েছে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। নোংরা ও অপরিছন্ন পরিবেশে সুস্থ মানুষও অসুস্থ হয়ে উঠছে। বরাদ্দ থাকলেও বিনামূল্যে ওষুধ না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছে জেলাবাসী।
জেলার সাত উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের চিকিৎসার ভরসাস্থল গাইবান্ধা জেলা হাসপাতাল। তথ্য বলছে, প্রতিদিন আউটডোরে ৭ থেকে ৮শ ও ইনডোরে প্রায় তিনশতাধিক মানুষকে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। সিড়িতে, বারান্দায় ও হাসপাতারে বাহিরে বিছানা করে নিতে হচ্ছে চিকিৎসা।
দালালের দৌরাত্মে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টারের সাথে টেষ্ট বানিজ্যসহ নানা অব্যবস্থপনা এবং দূভোগের অভিযোগও তুলেছেন রোগীরা।
ভুল চিকিৎসা ও নার্সের অবহেলায় প্রসুতি, শিশুসহ একাধিক রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে সম্প্রতি। হাসপাতালের এমন অবস্থায়, একাধিকবার সভা সমবাবেশ ও প্রতিবাদ জানিয়েও কোন লাভ হয়নি। দ্রুত হাসপাতালটিকে চিকিৎসাবান্ধব করার দাবি বিভিন্ন সামাজিক সংগঠনের।
রোগীদের দূভোর্গের কথা স্বীকার করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে আশ্বাস দেন হাসপাতালটির প্রধান কর্তা।
হাসপাতালটিকে চিকিৎসাবান্ধব হাসপাতালে রুপান্তরিত করার দাবি স্থানীয়দের।