চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৫:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামির নাম শহীদুল ও ইসমাইল।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো আবু, কামাল, জসিম, তোতা মিয়া, নাছির ও সুমন। আসামিদের মধ্যে শহীদুল ছাড়া বাকি সবাই পলাতক। এ মামলায় খালাস পেয়েছে পাঁচ জন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী আবদুস সাত্তার। খালাস আসামীদের বিষয়ে আপিল করা হবে কিনা তা পূর্ণাঙ্গ রায় পেলে সিদ্ধান্ত নেয়া হবে। তবে, বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন তদন্ত প্রতিবেদনে প্রধান দুই আসামিকে বাদ দেয়া হয়েছিলো। ২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের কাছে জিল্লুর রহমান ওরফে জিল্লু ভাণ্ডারিকে মারধরের পর গুলি করে হত্যা করা হয়। পরে নিহতের ভাই মামলা করেন।