পাবনার শাহীন হোসেন হত্যা মামলায় ৩ সহদোরের যাবজ্জীবন কারাদন্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পাবনার চাঞ্চল্যকর শাহীন হোসেন হত্যা মামলায় বাবু, মোস্তফা এবং আবু নামের ৩ সহদোরের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় ঘোষণা করেন। ২০১০ সালের ২৭ জুলাই রাতে কাঠমিস্ত্রি শাহীন হোসেন বাড়ি ফেরার পথে পাবনা সদরের রামানন্দপুর কালভার্ট রোডে পৌঁছালে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে শাহীনকে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঘটনার পরের দিন নিহতের স্ত্রী ১০ জনের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।