নারায়নগঞ্জের ইউসুফগঞ্জ পল্লী সড়কে সেতুর নির্মাণে ধীরগতি : জনদুর্ভোগ এখন চরমে
- আপডেট সময় : ০৫:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নারায়নগঞ্জের রূপগঞ্জে ইউসুফগঞ্জ পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণ কাজের ধীরগতিতে, জনদুর্ভোগ এখন চরমে। এ ইউনিয়নের বসবাসরত মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম ইউসুফগঞ্জের এই সেতু। দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ এই সেতু দিয়ে নিয়মিত যাতায়াত করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সেখানে একটি বড় সেতু নির্মাণের। সেই লক্ষে ২০১৮ সালে দরপত্র আহ্বান করা হয়।ঠিকাদার প্রতিষ্ঠান প্রমিনেন্ট-কাশেম পিপিএল জেভি কাজটি পায়। চুক্তিমূল্য নির্ধারণ হয় ৩৮ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ৭৫১ লাখ টাকা।
রূপগঞ্জের ইউসুফগঞ্জ খেয়াঘাটে ধীরগতিতে চলছে সেতুর নির্মাণের কাজ। ২০১৮ সালে কাজ শুরুর পর ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে সেতুর কাজ শেষ করার কথা থাকলেও এখনও ৩০ শতাংশ কাজই হয়নি। দুই বছরও কাজ শেষ না হওয়ায় স্থানীয়দের পারা-পারে নৌকার ওপর নির্ভর করতে হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।
ইউসুফগঞ্জ খেয়াঘাটের পূর্ব পাশে বাজার ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ অঞ্চলের মানুষ দ্রুত ও স্বল্প সময়ে রূপগঞ্জ ও ঢাকার সাথে যাতায়াতের জন্য এখানে আগে একটি বেইলী ব্রিজ ছিল।
নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান টালবাহানা শুরু করে এবং কয়েক দফা সময় বাড়ায়। সর্বশেষ সময় বাড়িয়ে চলতি বছরের ৮ ডিসেম্বর কাজ শেষ করার কথা জানায়। কিন্তু কাজের ধীরগতির কারণে এই সময়ের মধ্যে কাজ সম্পন্ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বালু নদীর পূর্বপাড়ে ঘরবাড়ী। কিন্ত ব্যবসা প্রতিষ্ঠান পশ্চিম পারে, সেতু না থাকায় পার হতে হয় নৌকায়।
সেতুটি হলে এলাকার প্রায় ২০ হাজার মানুষ প্রতিদিনের এই ভোগান্তি থেকে বাঁচবে।