ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর শেয়ার আত্মীয়দের কাছে হস্তান্তরের বিষয়ে আদেশ বৃহস্পতিবার
- আপডেট সময় : ০৮:১৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর শেয়ার আত্মীয়দের কাছে হস্তান্তরের নির্দেশনা চেয়ে করা আবেদনের শুনানি শেষ, আদেশ বৃহস্পতিবার।
শুনানি শেষে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ আদেশের দিন ধার্য করেন। দেশের সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান, ইভ্যালির পরিচালনা পরিষদে থাকতে চান, কোম্পানিটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের শ্বশুর-শাশুড়ি ও প্রতিষ্ঠানটির সাবেক এক নির্বাহী পরিচালক। তারা রাসেল ও তার স্ত্রী- ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ার কিনে, আদালতের গঠন করে দেয়া পরিচালনা পরিষদে অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। গেল বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চে শামীমার মা- ফরিদা তালুকদার, বাবা রফিকুল আলম তালুকদার ও ইভ্যালির সাবেক নির্বাহী পরিচালক এহসান সরওয়ার চৌধুরী নিজেদের ইচ্ছার কথা তুলে ধরেন।