আপাতত বহাল রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিট
- আপডেট সময় : ০১:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ডিনদের মতামতের পর আপাতত বহাল রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিট। আজ বুধবার ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগের মতো এ বছরও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকেরা উপস্থিত ছিলেন। সভা শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান এ তথ্য নিশ্চিত করেন। সভার সিদ্ধান্তের বিষয়ে জানা যায়, ‘ঘ’ ইউনিট রাখার বিষয়ে নোট অব ডিসেন্ট দেন অধ্যাপক জিয়া রহমান। কলা ও সামাজিক বিজ্ঞানের সঙ্গে আইনকেও যেন অন্তভুর্ক্ত করা হয়, সে জন্য আইন অনুষদের ডিনকেও নোট অব ডিসেন্ট দেয়া হয়। আজকের আলোচনা-পর্যালোচনা শেষে আইন অনুষদের ডিনের নোট অব ডিসেন্টটি গ্রহণ করা হয়েছে। ‘ঘ’ ইউনিট থাকবে এমন সিদ্ধান্তে আগামীতে যে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তনের বিষয়ে আলোচনা হবে।