শেরপুর সীমান্তের ১২টি গ্রামে দেখা দিয়েছে খাবার পানির সংকট
- আপডেট সময় : ০১:৫৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
শেরপুর সীমান্তের দুটি ইউনিয়নে ১২টি গ্রামে দেখা দিয়েছে খাবার পানির সংকট। বিশুদ্ধ খাবার পানি না পেয়ে ঝর্ণা, পুকুর ও কুয়ার পানি পান করছেন এলাকার মানুষ। যদিও সংকট সমাধানের জন্য আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাটির কুয়া ও পুকুর থেকে ময়লা পানি তুলে চলছে প্রতিদিনের কাজ। শেরপুরের শ্রীবরদীর রাণিশিমুল ইউনিয়নের ৬টি এবং ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের ৬টি গ্রামের মানুষ গত এক সপ্তাহ ধরে এভাবেই পানি সংগ্রহ করছেন। ভুক্তভোগিরা বলছেন, পাহাড়ি অঞ্চল হওয়ায় ও ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নামার কারণে গত ৮/১০দিন থেকে এসব গ্রামের কোন টিউবওয়েল থেকে পানি উঠছে না। যে কারণে খাবার পানির সংকটে পড়েছেন তারা। তাই বাধ্য হয়ে ঝর্ণা, পুকুর ও কুয়ার পানি ব্যবহার করছেন স্থানীয়রা।
এলাকায় সচ্ছল দু’একজন কৃষক বিদ্যুৎচালিত গভীর সাবমারসিবল পাম্প বসিয়েছেন। এসব পাম্প থেকে পানি নেওয়ার জন্য শুষ্ক মৌসুমে আশপাশের লোকজন জগ, বালতি, কলস ও বোতল নিয়ে ভিড় করছেন।সংকট সমাধানে আশ্বাস দিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী।
শুধু আশ্বাস নয় শীঘ্রই পানির ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ওই ১২গ্রামের প্রায় ৮হাজার মানুষ।