ভারতের কর্নাটকের পর এবার মধ্যপ্রদেশেও হিজাব নিষিদ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ভারতের কর্নাটকের পর এবার মধ্যপ্রদেশেও হিজাব নিষিদ্ধ করা হয়েছে। গতকাল রাজ্যটির দাতিয়া জেলার একটি সরকারি কলেজে বিশ্ব হিন্দু পরিষদের ‘দুর্গা বাহিনীর’ আন্দোলনে–কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে কর্নাটক হাইকোর্টের অন্তবর্তীকালীন নির্দেশে বলা হয়েছে, সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত আপাতত সেখানকার ছাত্রীরা হিজাব পরে স্কুল বা কলেজে আসতে পারবেন না। এ নিয়ে গতকালও একাধিক মামলার শুনানি চলে আদালতে। তার মধ্যেই মধ্যপ্রদেশে এমন ঘটনা ঘটেছে। দুই কলেজ ছাত্রী হিজাব পরে ক্লাসে ঢোকার পর আন্দোলন শুরু করে ‘দুর্গা বাহিনী’। এক পর্যায়ে কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে তারা। তার পরেই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এমন সিদ্ধান্ত দেন কলেজ কতৃপক্ষ।