যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছে রাশিয়া
- আপডেট সময় : ০২:০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
পুরো বিশ্বে নানা রকম উৎকন্ঠার জন্ম দিয়ে অবশেষে যুদ্ধে জড়াবে না রাশিয়া বলে জানিয়েছে রাশিয়া। ন্যাটোর সদস্য হিসেবে ইউক্রেনকে অন্তর্ভুক্ত না করলেই পিছু হটবে রুশ সেনাবাহিনী। মঙ্গলবার জার্মান চ্যান্সেলরের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এদিকে রাশিয়া সীমান্ত থেকে সেনা প্রত্যাহার শুরু করলেও শেষ হচ্ছে না ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা। মঙ্গলবার এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এখনও সীমান্তে দেড় লাখের কাছাকাছি সেনাকে সতর্ক অবস্থানে রেখেছে মস্কো। গোটা বিশ্বকে দেখানো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিডিও নিয়েও প্রশ্ন তুলেছেন বাইডেন। জানান- সেনা ও ভারি সামরিক সরঞ্জাম অপসারণের ভিডিওটি যাচাই করে দেখেনি কেউ। সুতরাং এর সত্যতা নিয়ে এখনো সন্দেহ আছে। বাইডেন আরো জানান, আগামী কয়েকদিনের মধ্যে যদি রাশিয়া আর্তকিত হামলা চালায়, তাহলে এতে প্রচুর মানুষ প্রাণ হারাবে ।