ঢাকাসহ ৫ জেলায় ৯৫টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে
- আপডেট সময় : ০৭:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ঢাকাসহ ৫ জেলায় ৯৫টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। আদায় করা হয়েছে ৩ কোটি ২৯ লাখ টাকার বেশি জরিমানা। হাইকোর্টকে এসব তথ্য জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ও আশপাশের ৫ জেলার অবৈধ ইট ভাটার তালিকা পুনরায় জমার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
অবৈধ ইট ভাটার কালো ধোয়ায় এভাবেই বিষাক্ত হচ্ছে পরিবেশ।
বিশুদ্ধ অক্সিজেনের উৎস গাছ পুড়িয়েই, ঢাকাসহ এর আশেপাশের জেলায় চলছে পরিবেশ ধ্বংসের মহোৎসব।
এমন বাস্তবতায় রুল জারি করে হাইকোর্ট। পরিবেশের সুরক্ষায় সংশ্লিষ্টদের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেন উচ্চ আদালত। জেলা প্রশাসকদের কাছে চাওয়া হয় অবৈধ ইট ভাটার তালিকা।
আদালতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নেয়া পদক্ষেপ তুলে ধরেন আইনজীবী।
জনগুরুত্বপূর্ন এই বিষয়টি দেখভালে সংশ্লিষ্টদের সমন্বয় ও নজরদারির প্রয়োজন রয়েছে বলে মত দেন আদালত।