রাইয়ান রিয়েল এষ্টেটের এমডি মাওলানা মাশুক রেজার বিরুদ্ধে অভিযোগ গঠন
- আপডেট সময় : ০৮:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
চুক্তি অনুযায়ী জমির মালিককে ফ্ল্যাট ও ক্ষতিপূরন না দেয়া এবং প্রতিশ্রুত নির্মাণ উপকরণ ব্যবহার না করায় রাইয়ান রিয়েল এষ্টেটের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মাশুক রেজার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ১৮ এপ্রিল সাক্ষ্য গ্রহনের দিন ঠিক করা হয়েছে।
মামলার বাদি চৌধুরী মাহদী আহামেদের উপস্থিতিতে এডভোকেট ওমর ফারুক আদালতকে বলেন, তদন্তে আসামী মাশুকের বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। ডেভেলপার কোম্পানী জমির মালিককে তার প্রাপ্য তিনটি ফ্লাটের একটিও বুঝিয়ে দেয়নি। ইচ্ছাকৃতভাবে নির্মান কাজও শেষ করেনি। জমির মালিককে কোন আর্থিক ক্ষতিপূরন দেয়নি। ডেভেলপার মাশুক তার অংশের ফ্লাট ক্রেতাকে বুঝিয়ে দিয়েছে। খালি পড়ে আছে জমির মালিকের অংশ গুলো। শুনানী শেষে আদালত রাইয়ান রিয়েল এষ্টেট এর ব্যবস্থাপনা পরিচালক মাশুক রেজার কাছে জানতে চান তিনি দোষি না নির্দোষ। জবাবে আসামী নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদশেদেন।