সিরাজগঞ্জের মাটি সূর্যমুখী চাষের জন্য বেশ উপযোগি
- আপডেট সময় : ০৮:৫৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের মাটি সূর্যমুখী চাষের জন্য বেশ উপযোগি। সূর্যমুখি চাষের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও বীজ বাজারজাতের ব্যবস্থা না থাকায় এ বছর জেলায় সূর্যমুখী চাষ কম হয়েছে। তবে সরকারের সঠিক তদারকি থাকলে আমদানী নির্ভর ভোজ্য তেলের এই দেশে সম্ভবনা রয়েছে সূর্যমুখী তেলের।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরাঞ্চলসহ জেলার ৯টি উপজেলার মাটি সূর্যমুখী চাষের জন্য বেশ উপযোগি। প্রতি বছরই বাম্পার ফলন হওয়ায় শিক্ষিত বেকার যুবকরা আগ্রহী হচ্ছেন সূর্যমুখী চাষে। প্রতি হেক্টর জমিতে দেড় টন পর্যন্ত সূর্যমুখির বীজ উৎপাদন হচ্ছে। ফুল প্রেমিদের কাছেও এর কদর বাড়ছে। সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। মনের আনন্দের ফুলের সাথে ছবিও তুলেছেন অনেকে।
তবে সূর্যমুখীর বীজ বিক্রির ক্ষেত্র না থাকায় শঙ্কার পড়েছেন কৃষকরা। এবার এ জেলায় চলতি মৌসুমে ২শ’ ৮০ হেক্টর লক্ষ্যমাত্রায় চাষ হয়েছে ২৬৪ হেক্টর জমিতে।
কৃষি অধিদপ্তরের সহযোগতা এবং বাজারজাত নিশ্চিত করা গেলে আগামীতেও অর্থকরি এই ফসলের চাষ আরও বাড়বে আশাবাদি কৃষকরা।