মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ।
তার দেশত্যাগ ঠেকাতে তেগুসিগালপায় তাঁর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাঁর বাড়িতে পুলিশ ঢোকে। তখন হুয়ান অরল্যান্ডো আত্মসমর্পণ করেন। এরপর তাঁকে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০১৪ সাল থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।সম্প্রতি কোকেন উৎপাদিত দেশগুলোর একটিতে পরিণত হয়েছে হন্ডুরাস।