বরিশালগামী লঞ্চ সুরভী-৭-এর ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জে মেঘনা নদীতে বরিশালগামী লঞ্চ সুরভী-৭-এর ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন মোতালেব নামের এক শ্রমিক।
সকালে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযানে নামে। বুধবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাল্কহেডে থাকা পাঁচ জন সাঁতরে তীরে উঠতে পেরেছেন। দুর্ঘটনায় লঞ্চের তলা ফেটে গেলেও যাত্রীরা নিরাপদ ছিলেন। তবে বাল্কহেড ডুবে গেলে ছয়জনের মধ্যে ৫ জন তীরে উঠে আসতে সক্ষম হয়। ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চ কীর্তনখোলা-১০, সুরভী-৭ লঞ্চ এর যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয় ।