সশরীরে ক্লাস করবে দুই ডোজ টিকা নেয়া শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৭:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খুলছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমণি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ ও প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েই মন্ত্রণালয এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এখন পর্যন্ত এক কোটি ২৬ লাখ ৫৭ হাজার শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং ৩৪ লাখ ৪০ হাজার ৪৪৮ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। ২১ ফেব্রুয়ারির মধ্যেই বাকি শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ দেয়া হবে। শুধু দুই ডোজ টিকা গ্রহণকারীরাই স্বশরীরে ক্লাস করবে। বাকিরা অনলাইনে ক্লাস করবে। টিকা দেয়ার অবস্থায় নাই প্রাথমিক শিক্ষার্থীরা। তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়। এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নিতে এই সপ্তাহেই সিদ্ধান্ত নেয়া হবে।