অন্য এলাকায় গিয়ে মুখ লুকিয়ে টিসিবির লাইন দাঁড়াচ্ছেন মধ্যবিত্তরা
- আপডেট সময় : ০৪:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রমশ লম্বা হচ্ছে টিসিবির লাইন। মধ্যবিত্তরাও এখন সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। নিম্নবিত্তদের সঙ্গে লাইনে দাঁড়াচ্ছেন মধ্যবিত্তরাও। অনেকে আবার কিছুটা দূরে অন্য এলাকায় গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন পণ্য কিনতে। যাতে পরিচিত কেউ দেখে না ফেলে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী বছরের শুরু থেকেই নিত্যপণ্যের দাম লাগামহীন। বিশেষ করে তেল, ডাল, চিনির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। গতকাল থেকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মসুর ডালের দাম প্রতি কেজিতে ৫ টাকা বাড়িয়ে বিক্রি করছে ৬৫ টাকায়। দেশের সব মহানগর, জেলা ও উপজেলার ডিলার পয়েন্টে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে করে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ডাল, চিনি ও সয়াবিন তেল। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিকেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা জানিয়েছেন, তারা মূলত তেল, ডাল ও চিনির জন্যই লাইনে দাঁড়াচ্ছেন।