একপায়ে যুদ্ধ করে চলা তামান্না এইচএসসিতে পেয়েছে জিপিএ-৫
- আপডেট সময় : ০২:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
একপায়ে যুদ্ধ জয় করে চলা তামান্না আক্তার নুরা এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছে। প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে পায়ে লিখে এরআগে পিইসি, জেএসসি ও এসএসসিতেও তামান্না একই ফলাফলের ধারা অব্যাহত রেখেছিল। তামান্নার স্বপ্ন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে বিসিএস ক্যাডার ও গবেষক হওয়া।
অদম্য মেধাবী তামান্নার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে। তামান্নার এক পা-ই সম্বল। জন্ম থেকেই তার দুটি হাত ও একটি পা নেই। জীবনযুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্যে নানা প্রতিবন্ধকতা জয় করে সর্বোচ্চ ফলাফল অর্জন করে চলেছে সে। পরিবারের আর্থিক অনটনে সেই স্বপ্ন কিভাবে পূরণ হবে জানতো না তামান্না। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও লিখেছিল সে। এরপর সোমবার রাতে প্রধানমন্ত্রী নিজেই ফোন করেন তামান্নাকে। এরআগে বিকেলে ল-ন থেকে ফোন করেন শেখ রেহানা। দু’বোনই আশ্বাস দেন তামান্নার পাশে থাকার।
হাসপাতালের বিছানায় শুয়ে মেয়ের ভালো ফলাফলের খবর পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন তামান্নার মা। বর্তমানে তামান্নার স্বপ্ন পূরণ নিয়ে চিন্তিত সকলে। সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।
তামান্নার প্রতিভায় মুগ্ধ হয়ে বিশ্ববিদ্যালয় কোচিং এর দায়িত্ব নেন ইউনিভার্সিটি কোচিং সেন্টার চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড যশোর শাখা।
তামান্না আক্তার নুরা’র স্বপ্ন পূরণে পাশে থাকার কথা জানান জেলাপ্রশাসক।
তামান্নার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা।