নিস্প্রাণ হয়ে পড়েছে ফেনীর ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার
- আপডেট সময় : ০৩:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
নিস্প্রাণ হয়ে পড়েছে ফেনীর ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার।বছরের ফেব্রুয়ারি মাসে বাড়ে কদর, শুরু হয় পরিচ্ছন্নতা ও সাজসজ্জা।এছাড়া খবর রাখে না কেউ। তাই সালামের স্মরণে তার জন্মস্থানে আরও স্থাপনা তৈরীর দাবি স্থানীয়দের। তাদের মতে এটিকে দৃষ্টিনন্দন করা গেলে ফিরে পাবে প্রাণ।
৫২’র ভাষা আন্দোলনে ১৪৪ ধারা ভঙ্গ করে মাতৃভাষা বাংলা চাই শ্লোগানে রাজপথে নামলে ২১ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে আহত হন সালাম। পরে ঢাকা মেডিকেল কলেজে দীর্ঘ দেড় মাস চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন তিনি। তার স্মৃতি রক্ষায় দাগনভুঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের গ্রামের বাড়ীতে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ হয়। গ্রন্থাগারে রয়েছে পুরোনো কিছু বই। আর জাদুঘরে ভাষা শহীদের একটি ছবি ছাড়া নেই কোন স্মৃতিচিহ্ন।এতে হতাশ হয়ে ফিরে যান দুরদরান্তের দর্শনার্থীরা।
তাই নতুন প্রজন্মের কাছে জাদুঘরকে আকর্ষণীয় করে তুলতে এলাকায় দৃষ্টিনন্দন স্থাপনা গড়ে তোলার দাবী এই জনপ্রতিনিধির।
সালাম নগরকে ঘিরে নতুন পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক।
সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারটি বর্তমানে দেখভাল করছে জেলা পরিষদ বিভাগ।