করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৬৮ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৩:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৫৩৭ জন। এ নিয়ে বিশ্বে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লাখ ৯২ হাজার ৫৬১ জনে এবং শনাক্ত বেড়ে ৪২ কোটি ২১ লাখ ১২ হাজার ৩২৩ জন দাঁড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ লাখ আট হাজার ৪৮০ জন এবং মারা গেছেন ২ হাজার ৭০ জন। এদিকে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে ।গত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩৭ জন এবং মারা গেছেন ২৪৬ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ১১৪ জন। এছাড়াও প্রতিবেশী দেশ ভারতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩২৫ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৯১ জনের।