মুন্সীগঞ্জের ইছামতি খালে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের মিরকাদিমের ঐতিহ্যবাহী ইছামতি খালে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
সকাল ১০ টা থেকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ইছামতি খালে উচ্ছেদ অভিযান শুরু হয়। এর আগে গতকাল শনিবার খালটির সিমানা নির্ধারণ করা হয়। এসময় প্রায় দুই শতাধিক অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে উচ্ছেদ কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন। অবৈধ দখলদারদের হাত থেকে নদী ও খাল রক্ষায় এই অভিযান। ঐতিহ্যবাহী ইছামতি খালটি দখল মুক্ত করে পুনরায় পানি প্রবাহের উপযুক্ত করা চেষ্টা করছে প্রশাসন। পর্যাক্রমে সদর উপজেলার গুরুত্ত্বপূর্ণ সকল খাল চিন্হিত করে দখল মুক্ত করার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।