আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে ঘটেছে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
শিল্পাঞ্চল আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
আশুলিয়ার আরিয়ার মোড় এলাকার এসএআর ইন্টারন্যাশনাল ক্লোথিং কারখানা থেকে সকালে ঝুটের মালামাল বের করা হচ্ছিল। এসময় স্থানীয় আমিন মাদবর, সবুজ, রাজু, আরাফাত ও সিজানের নেতৃত্বে ২০-২৫ জন ঝুট ব্যবসায়ী যুবলীগ নেতা কাইয়ুম ও তার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা-ধাওয়া। এসময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে সন্ত্রাসীরা। এতে আহত হন ঝুট ব্যবসায়ী কাইয়ুম ও তার লোকজনসহ অন্তত ১০ জন। পরে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।