ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনার
- আপডেট সময় : ০১:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
মহান শহীদ দিবস উদযাপনে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরেই নামে সর্বস্তরের মানুষের উপচে’ পড়া ভিড়। শ্রদ্ধা জানাবার এই আনুষ্ঠানিকতায় বড়দের সঙ্গী ছিল ছোটরাও। ৭০তম বার্ষিকীতে দেশের সর্বস্তরে ভাষার শুদ্ধ চর্চা প্রসার, মেধায়-মননে বাংলা ভাষার বিকাশ ঘটার প্রত্যাশা জানায় সবাই।
ভোরের আলো ফোটার আগ থেকেই সালাম-রফিক-জব্বারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার আর আজিমপুর গোরস্থানে ছুটে আসেন, শিল্পী-সাহিত্যিক, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসকসহ সব শ্রেণী-পেশার মানুষ।
সংগঠন ও ব্যক্তি পর্যায়ের সমাবেশে বিধিনিষেধ থাকলেও হৃদয়ের আবেগের কাছে উপেক্ষিত হয় করোনার ভীতি।
শহীদ মিনারে রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
যাদের কারণে ‘মা’ ডাকার অধিকার আদায়, বায়ান্নোর সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাবার ভীড়ে ছিলো ছোটদেরও দীপ্ত অংশগ্রহণ।
শোক দিবসে সবখানে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। আর সবার ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার।