জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে না পেরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে না পেরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বহিরাগত লোকজন।
সাভার স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, বহিরাগত লোকজন প্রবেশের জন্য স্মৃতিসৌধের দুটি গেটে ভীড় জমান। এসময় গেটে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা তাদেরকে স্মৃতিসৌধে প্রবেশে বাধা দিলে বহিরাগত লোকজন স্মৃতিসৌধের গেট ভাঙচুর করে। এসময় পুলিশ, আনসার সদস্য ও বহিরাগতদের ত্রি-মুখী সংঘর্ষে ১৫ জন আহত হয়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ১৫ জনকে আটক করেছে পুলিশ।