মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন ও ভয়াবহ পরিস্থিতি অব্যাহত থাকায় দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল জান্তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ২২ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেয়া হয়।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর এ নিয়ে চতুর্থবারের মতো নিষেধাজ্ঞা দিল ইইউ। চার ধাপে এখন পর্যন্ত ৬৫ জন ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে সংস্থাটি। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির নেত্রী অং সান সু চিসহ অনেক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়। সেনাশাসনের বিরুদ্ধে এক বছরের বেশি সময় ধরে মিয়ানমারে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। চলমান এই বিক্ষোভে জান্তার হাতে মৃত্যু হয় দেড় হাজারের বেশি বেসামরিক মানুষের।