ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি রাশিয়ার
- আপডেট সময় : ০৮:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সীমান্তে যুদ্ধ উত্তেজনার মধ্যেই ইউক্রেনের দুই অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো রাশিয়া। রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল দুটিতে সেনা মোতায়েনেরও ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ উদ্যোগের সমালোচনা করে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, এটি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন।
পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশে এবার স্পষ্ট হয়ে উঠেছে যুদ্ধের আশঙ্কা। পশ্চিমা হুমকি উপেক্ষা করেই সোমবার পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের দুটি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কে সেনা পাঠানোর নির্দেশে দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সেনা পাঠানোর বিষয়ে ডিক্রিতে সইও করেছেন পুতিন। ওই দুই অঞ্চলে রুশ সেনারা শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ডিক্রি জারির পর দোনেৎস্ক শহরে ট্যাংক ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়ে ঢুকে পরেছে রুশ সেনাবাহিনী।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি’র মোকাবিলার ঘোষণায় বেজে উঠেছে যুদ্ধের দামামা।
রুশ-ইউক্রেন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠক শেষে ইউক্রেনের প্রতিনিধি সার্জেই কিসলিতসা-পুতিনের ‘অবৈধ’ আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তিনি রাশিয়াকে একটি ‘ভাইরাস’ এর সঙ্গে তুলনা করে বলেন, এ্টা বিশ্বকে প্রভাবিত করছে এবং জাতিসংঘকেও সংক্রমিত করছে।
রুশ প্রেসিডেন্টর এই পদক্ষেপে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলি রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সীমান্তে পাঁচ ইউক্রেনীয়কে গুলি করে হত্যার দাবি করেছে রাশিয়ার সেনারা।
যুদ্ধের আশঙ্কায় বিশ্ব বাজারে বেড়েছে তেল ও সোনার দাম। প্রতি ব্যারেল ক্রুড অয়েলের দাম ২ শতাংশ বেড়ে ৯৭.২১ ডলার হয়েছে। এবং প্রতি আউন্স সোনার দাম বেড়ে হয়েছে ১৯১১.৫৬ ডলার।