২৬ ফেব্রুয়ারী এক দিনে এক কোটি লোককে টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সবাইকে টিকার আওতায় নিতে ২৬ ফেব্রুয়ারী এক দিনে এক কোটি লোককে টিকা দেয়ার কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকা দেয়া বিশ্বের ২শো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দশমে রয়েছে বলেও জানান তিনি। দুপুরে মহাখালী বিসিপিএস মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার থেকে বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে । তবে, মাস্ক পরা নিয়ে রয়েছে কড়াকড়ি।
এমন বাস্তবতায়, করোনা সংক্রমণ মোকাবিলায় আগামী ২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি টিকা দেয়ার উদ্যোগ হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এসম্পর্কে কর্মপরিকল্পনা জানাতে মহাখালী বিসিপিএস মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে, সকালে নয়াপল্টন’ পলওয়েল মার্কেটের সামনে দোকান মালিক সমিতির উদ্যোগে টিকা নিন গানের মোড়ক উন্মোচন করা হয়।
এসময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, এমন আয়োজন করায় সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান।
আর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, এক কোটি মানুষকে টিকার আওতায় নিলে আর লকডাউন দেয়ার প্রয়োজন হবে না।
২৬ ফেব্রুয়ারি গণহারে টিকা কার্যক্রম সফল করতে জনসচেতনতা চালায় সংগঠনটি।