সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জেলায় প্রাণ গেলো ৯ জনের
- আপডেট সময় : ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ পাঁচজনসহ ৫ জেলায় ৯ জন নিহত হয়েছে।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। গভীর রাতে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব নরহ গ্রামের মোল্লারটেকের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শাহরাস্তি ফায়ার সার্ভিস পাঁচ জনের মরদেহ উদ্ধার করে। বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে কুমিল্লা থেকে চাটখিল যাচ্ছিলেন।
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হায়দার আলী নামে এক দর্জি নিহত হয়েছে। মাগরিবের নামাজ আদায়ে রাস্তা পার হওয়ার সময় যশোরগামী ট্রাক ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ফেনীর মহিপালে মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ঢাকা থেকে চট্রগ্রামগামী একটি গাড়ী মহিলাটিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি।
গাইবান্ধায় ট্রাক চাপায় জাকারিয়া নামের এক দোকান কর্মচারী নিহত হয়েছে। বিকেলে দোকান মালিকের মোটর সাইকেল নিয়ে জাকারিয়া কালিবাড়ি পাড়া এলাকায় ঘুরতে গেলে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে নিহত হয়।
মেহেরপুরের গাংনীতে টিকা নিয়ে বাড়ি ফেরার পথে সাকিবুল ইসলাম শিলন নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহে ইজিবাইকের ধাক্কায় তার মৃত্যু হয়। সে হাড়াভাঙ্গা এইচকেএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।