গোপালগঞ্জে ছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ : শাস্তির দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
রাস্তা থেকে তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। ওই ছাত্রী গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গতকাল গোপালগঞ্জের নবীনবাগে গণধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে যান চলাচল। জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সদর থানায় অবস্থান নিয়ে ৩ দফা দাবি পূরণে আল্টিমেটাম দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।