ট্যানারি শিল্প রক্ষায় সব ধরণের সুযোগ সুবিধা দেয়া হবে : ইতালিয়ান রাষ্ট্রদূত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ইতালিয়ান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ট্যানারি শিল্প রক্ষায় সব ধরণের সুযোগ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত এইচ ই এনরিকো নুনজিয়াটা।
সকালে সাভারের তেঁতুলঝোড়ার হেমায়েতপুরে বিসিক শিল্প নগরীর আঞ্জুমান ট্যানারি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। রাষ্ট্রদূত এসময় আরও বলেন, ইতালিয়ান সরকার বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। ইতালি সবসময় বাংলাদেশের যে কোন প্রয়োজনে পাশে থাকবে। এসময় তিনি ট্যানারির কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এর আগে রাষ্ট্রদূত ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার-সিইটিপি পরিদর্শন করেন। আঞ্জুমান ট্যানারির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে বিভিন্ন উপহার সামগ্রী দেয়া হয়।