জামালপুরে ২২ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭২৫ বার পড়া হয়েছে
জামালপুরে ২২ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
দুপুরে সংবাদ সম্মেলনে রেব-১৪’এর জামালপুর ক্যাম্পের স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, ২০০০ সালের ১৯ মে মেলান্দহের কাংগালকুর্শা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই আসরউদ্দিনকে কুপিয়ে গুরুত্বর আহত করে আব্দুল জলিল। পরদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান আসর উদ্দিন। হত্যার পর গত ২২ বছর ধরে বিভিন্ন জায়গায় ছদ্মবেশ ধারণ করে পলাতক ছিলেন আব্দুল জলিল। ২০১৮ সালের ৮ আগষ্ট জামালপুরের বিশেষ দায়রা জজ আসামী আব্দুল জলিলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।