ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার হামলা
- আপডেট সময় : ০৭:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির সশস্ত্র বাহিনীর বিমান চলাচলকে উচ্চমানের নির্ভুল অস্ত্র দিয়ে নিষ্ক্রিয় করা হচ্ছে। কিয়েভসহ কয়েকটি প্রদেশে দফায় দফায় বিস্ফোরণ হয়েছে। যুদ্ধে অংশগ্রহণে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ পর্যন্ত প্রায় ৫০ রুশ সেনা নিহত ও ছয়টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেনের সাধারণ নাগরিক ও সামরিক বাহিনীর অন্তত ৪০ জন নিহত হয়েছে। এদিকে, যে কোনো বিদেশি হস্তক্ষেপের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ভ্লাদিমির পুতিন। এদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস অভিযান বন্ধের আহ্বান জানানোর মধ্যেই বৈঠকে বসেছে নিরাপত্তা পরিষদ। হামলার জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইউক্রেনে হামলার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিভিশনের এক ভাষণে ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণার পরপরই কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে ভাষণে পুতিন বলেন, নিজ দেশের স্বার্থ ও নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়। সতর্ক করে বলেন, যে কোনো ধরনের রক্তপাতের জন্য দায়ী থাকবে ইউক্রেন। পূর্বাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান তিনি।
কিয়েভ, দোনেৎস্ক ও ক্রামতোর্স্কসহ বেশ কয়েকটি এলাকায় হামলার কথা স্বীকার করেছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেভা। পূর্বাঞ্চলে সেনাদের উপর তীব্র গোলাবর্ষণের খবর দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ।
রাশিয়ান মিলিটারি জানায়, তারা ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি এবং সদর দফতর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চলে। এদিকে ইউক্রেনের দাবি, তারা রাশিয়ার ৫ টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে।
ইউক্রেনে সেনাশাসন জারী করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি। টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, ‘রাশিয়ার হামলা ঠেকাতে জনগণ নিজেদের রক্ষায় প্রস্তুত থাকতে বলেন।
হঠাৎ চালানো সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। অন্যদিকে ইউক্রেন সংকট নিয়ে জরুরি বৈঠক চলছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।
সামরিক হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও বলেছেন, অযাচিত হামলার জন্য বিশ্ববাসী রাশিয়াকে কখনোই ক্ষমা করবে না। যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো এর উচিৎ জবাব দেবে।