শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করা হলো পিলখানায় নিহত সেনা কর্মকতাদের
- আপডেট সময় : ০২:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
পিলখানা ট্রাজেডির ১৩ বছর আজ। শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করা হলো পিলখানায় নিহত সেনা কর্মকতাদের। বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানান,রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তিনবাহিনীর প্রধান। দীর্ঘ সময় পার হলেও শেষ হয়নি বিচার প্রক্রিয়া। তাই ফুলের শ্রদ্ধা জানিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন স্বজনরা।
২০০৯ সালের ২৫ ফ্রেরুয়ারি, শান্ত একটি সকাল। হঠাৎ করেই ভারী অস্ত্র ও বুলেটের গর্জনে কেপে ওঠে রাজধানীর পিলখানা।
টানা ৩৬ ঘন্টার তান্ডবে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানা পরিণত হয় এক রক্তাক্ত প্রান্তরে। কতিপয় উচ্ছৃঙ্খল জোয়ানের নৃশংশতায় ঝরে যায় এ ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের প্রাণ।
এঘটনায় প্রাণ হারানো বেশিরভাগ সেনা কর্মকর্তাদের দাফন করা হয় বনানী কবরস্থানে। শুক্রবার সকালে নিহতদের স্মরণে শহীদ বেদীতে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব, পরে প্রধানমন্ত্রীর পক্ষে দেয়া হয় ফুলের শ্রদ্ধা।
শ্রদ্ধা জানান, স্বরাষ্ট্রমন্ত্রীসহ তিনবাহিনীর প্রধান, শ্রদ্ধা জানান বিজিবি প্রধানও।
১৩ বছর পরেও দিনটি অনেকের কাছে শুধু শোকের দিন হলেও, বছরের প্রতিটিদিনই ভয়াবহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে স্বজনহারারা। দরবার হলের রক্তের দাগ শুকিয়ে গেলেও, এখনো রক্ত ঝড়ছে স্বজনদের হৃদয়ে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, আপিল প্রক্রিয়া শেষ হলে যোগ্য বিচার হবে পিলখানা ট্রাজেডির।
সটঃ আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী
পিলখানা ট্রাজেডির মতো ঘটনার আর কখনও পূর্ণরাবৃত্তি হবে না। এখন বাহিনী অনেক সুশৃঙ্খল, বললেন বিজিবি মহাপরিচালক।
সটঃ মেজর জেনারেল মোঃ সাফিনুর ইসলাম, মহাপরিচালক, বিজিবি
১৩ বছরেও শেষ করা যায়নি বিচার প্রক্রিয়া। হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে থাকলেও একই ঘটনায় করা বিস্ফোরক মামলার বিচার চলছে ঢিমেতালে।