অনেকটা ঘোষণা দেওয়ার মতো করেই ইউক্রেনে হামলা করে বসেছে রাশিয়া
- আপডেট সময় : ০২:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
অনেকটা ঘোষণা দেওয়ার মতো করেই ইউক্রেনে হামলা করে বসেছে রাশিয়া। জবাবে যুক্তরাষ্ট্র জারি করেছে কঠোর নিষেধাজ্ঞা। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার প্রায় এক ট্রিলিয়ন ডলার সম্পদ আটকে যেতে পারে।
বাইডেন হুঁশিয়ার করে বলেছেন, রাশিয়ার ওপর সামনে আরও কঠোর নিষেধাজ্ঞা আসছে। হোয়াইট হাউস থেকে দেয়া বক্তৃতায় ইউক্রেনের প্রতি নিজের সমর্থনের কথা জানান বাইডেন। তিনি বলেন, ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে মস্কোর সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য সীমাবদ্ধ হবে। এ সময় তিনি পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তিদেরও শাস্তি দেয়ার কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পুতিন আগ্রাসী। তিনি এই যুদ্ধ বেছে নিয়েছেন। এখন তিনি এবং তাঁর দেশ এর পরিণতি ভোগ করবে।’বাইডেন বলেন, রাশিয়ার ৪টি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যাদের অন্তত এক ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রয়েছে। এর মধ্যে রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক শেরব্যাংকের নামও রয়েছে। অর্থাৎ, আমেরিকায় থাকা রাশিয়ার সব সম্পদ জব্দ করা হয়েছে।