দফায় দফায় বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সব খাদ্যপণ্যের দাম
- আপডেট সময় : ০২:২৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দফায় দফায় বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সব খাদ্যপণ্যের দাম। এক বছরের ব্যবধানে প্রায় দিগুণ ভোজ্য তেলের দাম। অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অন্য সব পণ্যের মূল্য। সরবরাহের ঘাটতির অজুহাতে দাম বাড়ানো হচ্ছে ডিম, মুরগী, মাছেও মাংসের। এতে আয় ব্যয়ের ভারসাম্য মিলাতে দিশেহারা সাধারণ মানুষ।
করোনার ধাক্কায় বহু আগেই চাকুরি হারিয়েছেন অনেক মানুষ। ব্যবসা গুটিয়ে কোন রকমে দিন পাত করছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। এর মধ্যে দেশের ইতিহাসে সর্বোচ্চ চড়েছে সবরকম খাদ্যপণ্যের দাম।
শেষ কবে দেশের মানুষ স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনেছে তা মনে নেই ক্রেতাদের। আগে মাসের ব্যবধানে দাম বাড়লেও এখন তা প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে দিশেহারা সাধারণ মানুষ।
প্রতিদিনই রাজধানীর বাজারে বাড়ছে ডিম, মুরগী, মাছ, মাংসের দাম। শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও ৫০ থেকে ৬০ টাকার কমে পাওয়া যায়না কোনো সবজি।
এদিকে, সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা। গরু মাংসেরও দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ৭০ টাকা।
প্রতিনিয়ত দাম বাড়ার ফলে খাদ্যপণ্য ক্রয়ে সাধারণ মানুষের এখন নাভিশ্বাস।
রমজানের আগেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপের দাবি করেন বাজারে আসা সাধারণ মানুষ।