বিশুদ্ধ পানির সংকট চট্টগ্রামের আনোয়ারায়
- আপডেট সময় : ০৭:১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৩ বার পড়া হয়েছে
বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬ গ্রামের মানুষ। টিউবওয়েলের পানি খাওয়ার উপযোগী না হওয়ায় যুগের পর যুগ পুকুরের পানিই গ্রামবাসীর ভরসা। এতে ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়া এখন গ্রামবাসীর নিত্যদিনের ঘটনা। বিভিন্ন সময় আশ্বাস পাওয়া গেলেও মেলেনি পানি সংকটের সমাধান।
কলস, বোতলের লম্বা সারিটা পুকুরের পানির জন্য। খাওয়া এবং রান্নাবান্নার কাজে ব্যবহার হয় এই পানি। চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামসহ ৬ গ্রামের মানুষের কাছে এটি নিত্যদিনের চিত্র। টিউবওয়েলের পানি খাওয়ার উপযোগী না হওয়ায় শতবছর ধরেই পুকুরের পানিই তাদের একমাত্র ভরসা। এতে করে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে গ্রামবাসী। আর শীত মৌসুমে পুকুরের পানি শুকিয়ে গেলে তীব্র পানি সংকট দেখা দেয় এলাকায়।
গ্রামবাসীর এই সমস্যা সম্পর্কে অবগত আছেন জনপ্রতিনিধিরা। আশ্বাস মিললেও মেলনি পানি সংকটের স্থায়ী সমাধান।
পানি সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পানি সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের।