ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ান বাহিনী
- আপডেট সময় : ০৯:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ইউক্রেনে আক্রমণ শুরুর দ্বিতীয় দিনে তুমুল লড়াইয়ের মধ্যে রাজধানী কিয়েভে পৌঁছে গেছে রাশিয়ার সৈন্যরা। বিকেলে এক টুইটে ইউক্রেনে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শত্রুরা পৌঁছে গেছে ওবোলন এলাকায়। শহরের প্রাণকেন্দ্র- ইউক্রেনের পার্লামেন্ট থেকে ওই এলাকার দূরত্ব ৯ কিলোমিটারের মত। ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর রুশ বাহিনীকে প্রতিরোধের লড়াইয়ে স্থানীয়দের যোগ দেয়ার আহ্বান জানিয়েছে।
ইউক্রেনে আগ্রাসনের দ্বিতীয় দিনেও পূর্ণমাত্রায় হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। কিয়েভে ভোরের দিকে শোনা গেছে দুটি বিস্ফোরণের শব্দ। রাজধানী কিয়েভ থেকে ২০ মাইলের মধ্যে অবস্থান নিয়েছে রুশ সেনারা।
রুশ হামলার প্রথম দিনে ইউক্রেনের অন্তত ১৩৭ সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় তিনি আরো বলেন, এই ক্রান্তি লগ্নে দেশ ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি।
এদিকে সামরিক অভিযানের প্রথম দিন সফল হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রথম দিন তারা সমতলে থাকা ইউক্রেনের ৮৩টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
হামলার প্রথম দিনই ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রুশ বাহিনী। এদিন বেলারুশ সীমান্ত দিয়ে ইউক্রেনের আরও ভেতরে ঢুকে পড়েছে রুশ সেনাবাহিনী।
কিয়েভ সরকারের পতন না হওয়া পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার আক্রমণ থামবে না। বৃহস্পতিবার মার্কিন টিভি চ্যানেল এবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
এছাড়া দ্বিতীয় দিনের উত্তেজনার মধ্যেই রাজধানী কিয়েভের দরনিতসকি এলাকায় রাশিয়ার একটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেন।
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে শহরের মেট্রোস্টেশন এবং আশ্রয়শিবিরে ছুটেছে ইউক্রেনবাসী। দেশ ছেড়ে যাওয়া মানুষের জন্য সীমান্ত খুলে দিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড।