ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে নেতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে
- আপডেট সময় : ০৯:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে নেতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। তেল ও গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি দাম বেড়েছে স্বর্ণের। কিন্তু দাম কমছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের। বিশেষজ্ঞদের আশঙ্কা- এতে আবো বাড়বে মূল্যস্ফীতি। খাদ্য উৎপাদন এবং সরবরাহে দেখা দেবে সংকট।
ইউক্রেনে রাশিয়ার হামলার খবরে প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। পাল্লা দিয়ে বাড়ছে তেল-গ্যাস ও স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে ৫ শতাংশেরও বেশি। সেইসঙ্গে দাম বাড়ছে প্রাকৃতিক গ্যাস ও স্বর্ণের।
নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৮ ডলার এবং ইউরোপে বেড়েছে প্রায় ১০৪ ডলার।
আন্তর্জাতিক বাজারে ২০১৪ সালের পর এই প্রথম ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছাড়ালো ১শ’ ডলার।
এদিকে কমছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। রাশিয়া-ইউক্রেনের মধ্যে উত্তেজনা শুরুর পর থেকেই বিটকয়েনের দামে প্রভাব পড়তে শুরু করে।
বিশ্ব বাজারে বেড়েছে প্রাকৃতিক গ্যাসের দামও। এরই মধ্যে ১১ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে গ্যাসের মূল্য। এছাড়া স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১ হাজার ৯৪২ ডলার ছাড়িয়েছে। বিশ্বব্যাপী তেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।