ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে সাত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
শুক্রবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছেন অন্তত সাতজন এবং আহত হয়েছে আরো ৮৫ জন ।গতকাল ভূমিকম্পের ফলে কেঁপে উঠে দ্বীপটির বিভিন্ন অঞ্চল। প্রথমবার ভূ-কম্পনের কিছু সময় পরই আঘাত হানে আরও একটি বড় ধরনের ভূ-কম্পন।
ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে উদ্ধার অভিযান। কতৃপক্ষ জানায়,ভেঙ্গে পড়েছে এক হাজারেরও বেশি বাড়ি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, পশ্চিম সুমাত্রার প্রদেশের বুকিটিংগি শহর থেকে ৭০ কিলোমিটার দূরে আঘাত হানে এটি। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১২ কিলোমিটার পর্যন্ত। এছাড়াও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। কুয়ালালামপুর থেকে ৩৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ভূ-কম্পনটি হয়।