আশুলিয়া থানা যুবদল ও ইউনিয়ন যুবলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা
- আপডেট সময় : ০৫:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ডিস ব্যবসাকে কেন্দ্র করে আশুলিয়া থানার যুবদল ও ইউনিয়ন যুবলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় যুবলীগ নেতার মা-বাবাসহ অন্তত ২০জন আহত হয়েছে।
দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের মেশিনপাড়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশুলিয়া থানা পুলিশ। স্থানীয়রা জানায়, শিমুলিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম এবং থানা যুবদল এর সাবেক সভাপতি আব্দুল হাই এর সাথে ইউনিয়ন যুবলীগ সভাপতি আমির হোসেন জয়ের চাচা আনসার আহম্মেদ বিরোধ চলছিল। এর ডিস ব্যবসা নিয়ে বেশ কয়েকমাস ধরে চলা বিরোধের জেরে সকালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এঘটনার কিছুক্ষণ পরেই জাহাঙ্গীর মেম্বার ও আশুলিয়া থানা যুবদল সভাপতি আব্দুল হাই এর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক’শ লোক নিয়ে যুবলীগ সভাপতি আমির হোসেন জয়ের বাড়িতে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।