ইউক্রেনের ৫০ লাখ মানুষ আশপাশের দেশগুলোয় পালিয়ে যেতে পারে : জাতিসংঘ
- আপডেট সময় : ০৮:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলেছে, ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এরই মধ্যে অন্তত ১ লাখ ২০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। চলমান পরিস্থিতিতে ইউক্রেনের ৫০ লাখ মানুষ আশপাশের দেশগুলোয় পালিয়ে যেতে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাগুলো। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ২৫ বাংলাদেশীকে হাইকমিশনের হেফাজতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর একদিন পরই কিয়েভের উত্তরাঞ্চলে ঢুকে পড়ে রুশ সেনারা। এমন অবস্থায় দেশ ছেড়ে পালাচ্ছে ইউক্রেনের নাগরিকেরা। পোল্যান্ড, মলদোভা, রোমানিয়া, হাঙ্গেরি ও স্লোভাকিয়া কর্তৃপক্ষ বলেছে, ইউক্রেনীয় নাগরিকরা সীমান্ত অতিক্রম করে তাদের ভূখণ্ডে ঢুকে পড়ছে। পোলিশ তথ্য বলছে, এরইমধ্যে ৩৫ হাজার মানুষ পোল্যান্ডে ঢুকেছে। সীমান্ত এলাকায় লম্বা সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে ইউক্রেনীয়রা। পোল্যান্ড ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তারা ১০ লাখ ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেবে। এদিকে, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ২৫ জনকে প্রতিবেশী পোল্যান্ড ও রোমানিয়ার মাধ্যমে বাংলাদেশ মিশনের হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।