দেশে করোনা ভ্যাকসিনের প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকা দেয়া কার্যক্রম চলমান থাকবে
- আপডেট সময় : ০৮:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দেশে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, একই সঙ্গে চলমান থাকবে দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকা দেয়া কার্যক্রম। দুপুরে মানিকগঞ্জে গণটিকা কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে, গণটিকাদান কর্মসূচির মেয়াদ আরও দুইদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এই দীর্ঘ লাইন সরকার ঘোষিত গণটিকা কার্যক্রমে অংশ নেয়া বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের। রাজধানীর বিভিন্ন এলাকার টিকা কেন্দ্রগুলোতে এভাবেই ভীড় করেছেন তারা।
দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকায় ভোগান্তির কথা জানালেন অনেকে।
এছাড়া করোনা প্রতিরোধে সরকারের গণটিকা দেয়ার উদ্যোগকে সাধুবাদ জানান অনেকে।
কিছুটা চাপ থাকলেও সরকারের এই কার্যক্রম সফল করতে নিজেদের প্রতিশ্রুতির কথা জানালেন সংশ্লিষ্টরা।
এদিকে মেহেরপুর স্টেডিয়াম গণটিকা পরিদর্শন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় তিনি বলেন, লকডাউন নয়, করোনা প্রতিরোধ নির্ভর করবে টিকা দেয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর।
দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন পরিষদ টিকাকেন্দ্রে গণটিকা কাযর্ক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।
যারা এখনো টিকা নেয়নি তাদেরকেও টিকা গ্রহনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।