দেশজুড়ে চলছে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়ার কার্যক্রম

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
আজও দেশজুড়ে চলছে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়ার কার্যক্রম। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার টিকা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে।
দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। এই কর্মসূচি সোমবার পর্যন্ত বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। একই সঙ্গে চলছে দ্বিতীয় ও বুস্টার ডোজের কার্যক্রম। শনিবার মানিকগঞ্জের এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক যারা এখনো নেননি তাদেরও টিকা গ্রহনের আহ্বান জানান। কিছুটা চাপ থাকলেও সরকারের এই কার্যক্রম সফল করতে নিজেদের প্রতিশ্রুতির কথা জানালেন সংশ্লিষ্টরা। গণটিকা দেয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছনে অনেকে।