মাদারীপুরের শিবচরে ট্রাক চাপায় মা ও মেয়ে নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরের যাদুয়ারচর এলাকায় ট্রাক চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে।
নিহতের পরিবার জানায়, সকাল ১০টার দিকে কাঠের ভ্যানে করে শিবচর শহরের দিকে যাওয়ার পথে ট্রাক চাপা দেয় জিয়াসমিন বেগম ও তার মেয়েকে।এতে ঘটনাস্থলেই ভ্যানের নিচে পড়ে মেয়ে মাহফুজা আক্তার মারা যায়। গুরুতর আহত মা, ভ্যানচালক ও আরেক যাত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মা জিয়াসমিন বেগমও মারা যায়। সকালে ১০টার দিকে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে এ দুঘর্টনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।