ঢাকাসহ আশপাশের পাঁচ জেলার অবৈধ ইট ভাটা ১৫ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ঢাকাসহ আশপাশের পাঁচ জেলার সব অবৈধ ইটভাটা আগামী ১৫ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। এর আগে ঢাকাসহ পাঁচ জেলার জেলা প্রশাসকরা ৩২৩টি অবৈধ ইটভাটার তালিকা হাইকোর্টে জমা দেন। তবে আদালতের কাছে ৩০৮টি অবৈধ ইটভাটার তথ্য উপস্থাপন করে পরিবেশ অধিদফতর। শুনানিতে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদীর জেলা প্রশাসকরা আদালতের নির্দেশ অনুযায়ী ভার্চুয়াল শুনানিতে অংশ নেন। এসময় আদালত দূষণ রোধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতেও নির্দেশ দেয় উচ্চ আদালত। এর আগে বায়ুদূষণ রোধে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন।