আধা ঘন্টার ঝড় ও শিলাবৃষ্টিতে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি
- আপডেট সময় : ০৪:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আধা ঘন্টার ঝড় ও শিলাবৃষ্টিতে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । ভেঙ্গে পড়েছে আধাপাকা ঘরবাড়ি ও গাছপালা। উঠতি ফসল নষ্ট হওয়ায় হাজারো কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। কৃষি বিভাগ বলছে শিলা বৃষ্টিতে ৩৫/৪০ ভাগ ফসলের ক্ষতি হয়েছে। এতে কৃষকদের আর্থিক প্রনোদনা দেয়া হবে।
আধাঘন্টার শিলা বৃষ্টিতে চুয়াডাঙ্গায় উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ভুট্টা, পান, কলা, পেপে, পেঁয়াজ, আমের মুকুল, সবজিসহ বিভিন্ন ফসলের মাঠ লণ্ডভণ্ড হয়ে গেছে। মাঠের পর মাঠ জমির ভূট্টা মাটিতে শুয়ে পড়েছে। পানের বরজ, কলা ও পেপে গাছ উপড়ে গেছে । প্রচণ্ড শিলার আঘাতে বেশিরভাগ গাছের পাতা ও আমের মুকুল পড়ে গেছে। আবহাওয়ার এমন বৈরী আচরণে ব্যাপক লোকসানের মুখে কৃষকরা।
শিলার প্রচন্ড আঘাতে অসংখ্য মানুষের ঘরের টিন ফুটা হয়ে গেছে। ভেঙে পড়েছে কাঁচাপাকা ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো পরিবার।
কৃষি বিভাগ বলছে, এ রকম শিলা বিগত ৪০/৫০ বছরের মধ্যে দেখা যায়নি। সদর উপজেলায় ২৩ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ফসলের চাষ হয়েছে।
সরকারি ও বেসরকারি সহায়তায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘুরে দাড়াবে এমন প্রত্যাশা সকলের।