দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান
- আপডেট সময় : ০৯:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী ইমরান খান জানান, পেট্রোল-ডিজেলের দাম লিটারে ১০ রুপি করে কমানো হবে। আর বিদ্যুতের দাম কমবে প্রতি ইউনিটে ৫ রুপি।
আগামী ৩০ জুন নতুন বাজেট পাসের আগ পর্যন্ত তেল-গ্যাস ও বিদ্যুৎ খাতে আর দাম বাড়ানো হবে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাড়তি দামে সাধারণ পাকিস্তানীদের অবস্থা খুবই খারাপ। এরই মধ্যে ইউক্রেন-রাশিয়া সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ অবস্থায় সর্বস্তরের জনগণের জন্য আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়া দেশটির আইটি খাতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কর শতভাগ মওকুফের সুবিধা ঘোষণা করা হয়েছে। আইটি স্টার্ট-আপদের ক্যাপিটাল গেইন ট্যাক্সও দিতে হবে না। শিক্ষিত বেকার যুবকদের জন্যও প্রণোদনা ঘোষণা করা হয়েছে। কামিয়াব পাকিস্তান কর্মসূচির আওতায় যুবক-কৃষকদের এবং কম খরচে বাড়ি নির্মাণের জন্য সুদমুক্ত ঋণের কথাও ঘোষণা করেন ইমরান খান।