ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত, আহত হয়েছে আরও দু’জন।
বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম জানায়, সিলেট যাওয়ার পথে প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোর্শেদা বেগম ও দুদু মিয়ার মৃত্যু হয়। এ সময় আহত তিনজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে আরও একজনের মৃত্যু হয়। ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় গুরুতর আহত ফরিদ মিয়া নামের একজনের।