ভোলার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও এক জেলের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ভোলার দৌলতখানে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-২ এর ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও এক জেলের মরদেহ উদ্ধার করেছে ভোলা সদর থানা পুলিশ ও কোস্টগার্ড। নিহতের নাম মো. মোমিন।
পুলিশ কর্মকর্তা বজলুর রহমান জানান, মেঘনায় মাছ ধরতে গিয়ে তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ তিন জেলের দুই জনকে উদ্ধারে সক্ষম হয় কোস্টগার্ড ফায়ার সার্ভিস ও থানা পুলিশ। নিখোঁজের ৭ দিন পর বাকি একজনকে আজ ভোলা সদর উপজেলা ধনিয়া তুলাতুলী মাছ ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। ময়নাতদন্তের পর মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।