শেরপুরের নালিতাবাড়ীতে একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে ১৫ গ্রামের মানুষ
- আপডেট সময় : ০৭:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে ১৫ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ। দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছে বাঁশের সাঁকো দিয়ে। তাদের দাবি, একটি সেতু হলে এই এলাকার জীবনযাত্রা বদলে যাবে। উন্নত হবে ব্যবসা-বাণিজ্য। দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন নব-নির্বাচত ইউপি চেয়ারম্যান।
প্রতিদিন এভাবেই ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন নারী, শিশু ও বয়স্করা।
শেরপুর সদর, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী এই তিন উপজেলার সংযোগ স্থল নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের মালিঝি নদীর শাখা কলস নদী।
স্থানীয়দের অভিযোগ, ভোটের সময় হলেই আশ্বাসের ফুলঝুড়ি নিয়ে আসলেও জয়ের পর কোন খবর থাকে না চেয়ারম্যান-মেম্বারদের। তাই প্রতি বছর এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাকো তৈরি হয়। আর জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন ১৫ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ যাতায়াত করেন এই সাঁকো দিয়ে।
শুধু তাই নয় সাঁকোর ওপর দিয়ে প্রতিদিন পশ্চিম কলসপাড সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মাদিয়া কওমি মাদ্রাসা, কলসপাড নঈমি দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মীরা যাতায়াত করেন। তাছাড়া বেশিরভাগ শিক্ষার্থী আসে নদীর ওপার থেকে, তাই শিক্ষার্থীদের দিকে তাকিয়ে হলেও দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি শিক্ষকদের।
উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস নবনির্বাচিত এই চেয়ারম্যানের।
কলসপাড় ইউনিয়ন, কলসপাড় গ্রাম, মালিঝি নদী প্রবাহিত হয়ে এখানে এসে কলস নদী হয়েছে। এই নদীর ওপর ১শ’ ৫০ ফুট দৈঘের্যর একটি ব্রিজ হলে বদলে যাবে এখানকার জীবনযাত্রা, উন্নয়ন হবে ব্যবসা বাণিজ্যের, নতুন করে স্বপ্ন দেখবেন এলাকার মানুষ। তাই আশ্বাস নয়, দ্রুত একটি ব্রিজ নির্মাণ হবে; এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।