সরঞ্জাম ঘাটতিতে কিয়েভের উত্তরে আটকে আছে রুশ বাহিনী
- আপডেট সময় : ০৮:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ইউক্রেনের রাজধানী কিয়েভ, উত্তর-পূর্বাঞ্চলে খারকিভ, দক্ষিণ-পূর্বাঞ্চলে মারিওপোল এবং উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে বিমান ও গোলা হামলা বাড়িয়েছে রাশিয়া। তবে, যুদ্ধ সরঞ্জামের ঘাটতিতে কিয়েভের উত্তরে অবস্থান করছে রুশ বাহিনী। দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছে দু’দেশের প্রতিনিধিরা। ইউক্রেন অভিযানে নিহত হয়েছে ৪৯৮ রুশ সেনা এবং আহত হয়েছেন ১ হাজার ৫৯৭ জন। প্রথমবারের মতো এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইউক্রেনের বাতাসে বারুদের গন্ধ। রুশ হামলার অষ্টম দিনেও থেমে নেই প্রধান শহরগুলোতে বোমা হামলা। দেশটিতে তিনদিক থেকে হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী।
বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভ, উত্তর-পূর্বাঞ্চলে খারকিভ, দক্ষিণ-পূর্বাঞ্চলে মারিওপোল এবং উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে বিমান ও গোলা হামলা বাড়িয়েছে রাশিয়া। দখলে নিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী খেরসন
এদিকে পেন্টাগন জানাচ্ছে, কিয়েভের উত্তরে অবস্হান করছে রাশিয়ান সেনাবহর। যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির কমতির কারণে আটকে আছে রুশ সেনারা। পূর্ণ প্রস্তুতি নিয়ে সামনে এগুনোর সিদ্ধান্ত তাদের।
নিজ দেশের নাগরিকদের আরও জোরালো যুদ্ধ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, মস্কোর পরিকল্পনা ভেস্তে দেয়া হয়েছে… জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
শান্তি চুক্তির উদ্দেশ্যে স্থানীয় সময় আবারো বৈঠকে বসেছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশের প্রতিনিধিদের উপস্হিতিতে চলছে বৈঠক।
এদিকে প্রথমবারের মতো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেন অভিযানে নিহত হয়েছে ৪৯৮ রুশ সেনা এবং আহত হয়েছেন ১ হাজার ৫৯৭ জন।
ইউক্রেনে রুশ বোমা হামলায় বিপন্ন হাসপাতালগুলো। সবচেয়ে বিপাকে শিশু ও গর্ভবতী নারীরা। বেজমেন্ট বা শেল্টার সেন্টারগুলোকেই পরিণত করা হয়েছে হাসপাতালে। সাধারণ রোগীর পাশাপাশি যুদ্ধে আহতদের ভিড়ে যেখানে প্রতিনিয়ত বাড়ছে চাপ।